শুরুতেই বলে নিচ্ছি এটি যদিও আমি মজা করার জন্যে দিচ্ছি কিন্তু খুব বিরক্তকর একটি প্রোগ্রাম এটি। তাই যাদের অল্প দুষ্টামি করা ইচ্ছে তারা এটি শিখে নিন বেশী কিছু করলে যে কারো কম্পিউটার কিন্তু ফুটে যাবে :p যাক মেইল কোথায় আসি। কম্পিউটার বোমা তৈরি করব আজকে আমরা। আসলে কাহিনী হচ্ছে এটি ছোট একটি ব্যাচ প্রোগ্রামিং। ছোট কিছু কোডিং এর কোডিং এর মাধ্যমে আমরা একটি প্রোগ্রাম তৈরি করব যেটি ক্লিক করার সাথে সাথে হাজার হাজার ফাইল আটো ওপেন হতে থাকবে এবং আপনার দেয়া বার্তাটি প্রদর্শিত হতে থাকবে। শুরু……
- 1শুরুতে নোটপ্যাড ওপেন করুন।2
- নিচের কোডিং গুলো লিখুন (কপি পেস্ট করুন)
For /L %%n in (1,1,10) do echo UR SCREWED!!!! >> SCREWED%%n.txt
- 3এবার ফাইল থেকে Save As দিন।
- অবশ্যই “Save as type” থেকে “All Files” দিয়ে নিবেন।
- যেকনো একটি নাম দিয়ে “anything.bat” সেভ করুন।
শেষঃ এবার এটি ওপেন করে দেখুন :p
বিশ্লেষণঃ
- “(1,1,10)” এটার মানে হচ্ছে কত গুলো ফাইল ওপেন হবে। যেমন 1x1x10, মানে হচ্ছে ১০টি ফাইল ওপেন হবে। তবে আপনি এটি বাড়িয়ে হাজার হাজার করতে পারবেন সেই ক্ষেত্রে পিসি হাং হয়ে বাং হয়ে যাবে কিন্তু।
- “do echo UR SCREWED!!!” এটির মানে হচ্ছে ফাইলটি ওপেন হলে UR SCREWED এই লিখা গুলো দেখাবে কিন্তু ভুলেও “do echo” এইটুকু চেঞ্জ করবেন না তাহলে কাজ করবে না।
- “SCREWED%%n.txt” মানে হচ্ছে ফাইলটি যে নামে তৈরি হবে। কিন্তু “%%n.txt” এইটুকু চেঞ্জ করবেন না কিন্তু।
Post a Comment
0 comments
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.