Feature Label 3

0
DogeCoin এর দাম এখন খুবই কম।

১০০০ dogecoin এর দাম ৭.৫০ ডলার।গতকাল ৬ডলার ছিল। :O :O :O

কিন্তু একসময় শুধু মাত্র ১টি  dogecoin দাম হয়তো ১ ডলারে চলে যেতে পারে।

তাই কিছু কয়েন জমিয়ে রাখা খুবই বু্দ্ধমানের কাজ। ফ্রীতেই কিছু কয়েন জমিয়ে রাখতে পারেন।


ধরেন আপনি ফ্রীতে ৫০০০ কয়েন জমালেন। যখন ১ কয়েন সমান ১ ডলার হবে তখন আপনি ৫০০০ ডলারের মালিক।

যত জমিয়ে রাখবেন তত লাভ।

মানে প্রায় ৪ লাখ টাকা। তাই অবহেলা না করে এখনই শুরু করুন।

প্রথমেই http://www.dogechain.info তে একটা একাউন্ট খুলুন। সেখান থেকে একটা ওয়ালেট এড্রেস পাবেন।
তারপর freedoge.co.in এই লিংকে ক্লিক করে একাউন্ট খুলে নিন।

কিভাবে Dogecoin সাইটে কাজ করবেন?

ব্যাস ওয়ালেট তো ওপেন করলেন! এবার ডগি কয়েন সাইটে সাইনআপ করার পালা। ডগি কয়েন সাইটে আয় করার অনেকগুলো সাইট আছে তার মধ্য জনপ্রিয় সাইট হল ডগিকয়েন ইন। তাহলে সাইনআপ করতে ক্লিক করুন এখানে
১। নিচের মত চিত্র আসবে। সেখানে Email Address, Password, Dogecoin Address টাইপ করে Signup বাটনে ক্লিক করলেই হবে। এবং আপনার মেইলটি চেক করুন। অতপর লগইন করুন।

(বি:দ্র: Dogecoin Address এ- আপনার ডগিকয়েন ওয়ালেটের ৩৪ বর্ণের সংখ্যাটি ইনপুট করতে হবে। যাহা প্রথমদিকে ওপের করেছিলেন)

২। লগইন করলে নিচের চিত্রটি পাবেন
এখানে কাজের কৌশল হুবহু বিটকয়েন ইন সাইটের মতই কার্বন কপি। প্রতি ১ ঘন্টাতে ক্যাপচা পূরন করতে হবে। এবং প্রতি সোমবারে অটোমেটিক পে করে। সুতরাং আর নতুন করে বলার কিছুই নাই। এবার নিজেই যাবতীয় কাজ করতে পারবেন।

পেমেন্ট পাবার প্রমানাদি চিত্র

যেহেতু নিজের ব্যস্ততা, ছোটখাট ফ্রিল্যান্স ও ব্লগিং করার কারনে এই সকল সাইটে তেমন সময় দিতে পারি না। তবে এই টিউন লেখার পূর্বে কাজ করে পরীক্ষা করে দেখেছি। এবং ডগি কয়েনের উপার্জন ডগিকয়েন ওয়ালেটে ৬ বার ট্রানজেকশন করেছি। ট্রানজেকশনের চিত্র নিম্নরুপ-


Post a Comment

Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.