আজ আমি আপনাদের ব্লগ থেকে আয় করার একটা উপায়ের কথা বলবো । আমরা যারা ব্লগ থেকে আয় করি তারা অবশ্যই কোন না কোন এড নেটওয়ার্ক এর সাথে জরিত। এড নেটওয়ার্ক কি টা অবশ্যই জানেন।
আমি কথা বলবো আজ CPM এড নিয়ে । এটি হল কেও যদি আপনাদের ব্লগ এ ভিসিট করে তবে আপনি ইনকাম করবেন। CPM অর্থাৎ Cost per mile ( Impression) . অর্থাৎ এরা প্রতি ১০০০ ইউনিক ভিজিটরের জন্য Pay করে থাকে। অনেক সোজা তাই না । হ্যাঁ CPC থেকে অনেক সোজা যদিও ইনকাম কম তবুও আপনার ব্লগে ভাল ভিজিটর থাকলে ভাল ইনকাম করতে পারবেন ।
ত চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। আমি শুধু যাদের ভিজিটর কম তাদের সুবিধা অনুযায়ী এগুল Select করেছি ।
আমি আপনাদেরকে দুটি CPM এড নেটওয়ার্ক এর Details দিব আশা করি আপনারা উপকৃত হবেন………….
প্রতিদিন হাজারো বাংলাদেশী ওয়েবসাইট এবং ব্লগ সাইট আন্তর্জাতিক এড নেটওয়ার্ক গুলো থেকে রিজেক্ট হচ্ছে এবং অনেক ওয়েবসাইট ব্যান হয়ে যায় পেমেন্টের ঠিক আগে। কারন তারা বাংলাদেশের … এবং সাইটগুলো বাংলাদেশী। গুগল তো আবার এক ডিগ্রি আগানো … বাংলা কনটেন্ট হলে আবার এপ্রুভ করে না। তাহলে কি বাংলা ভাষায় করা সাইটগুলো কখনোই এড পাবেনা?
এই সমস্যাটার সমাধানে এগিয়ে এসেছে সেরা দুটি এড নেটওয়ার্ক………….
এই সমস্যাটার সমাধানে এগিয়ে এসেছে সেরা দুটি এড নেটওয়ার্ক………….
টপ লিস্টে প্রথমেই আছে Adsterra Ad Network:
>এই সাইট টি সবচেয়ে বেশি পে করে থাকে । CPM রেট খুব ভালো, নিচের ছবিতে দেখুন-
>প্রতি ১০০০ ইউনিক ভিজিটরের জন্য এরা ৪ ডলার করে দিয়ে থাকে।
>সবচেয়ে জনপ্রিয় এড কোড গুলু হচ্ছে- Popup code, Pushup code (mobile only), Banner ad code.
>আপনি PayPal, Payza, Bitcoin, Payoneer, Perfect Money, Wire Transfer, Web Money, Paxum থেকে টাকা উঠাতে পারবেন। সর্বনিম্ন ১০০ ডলার হলে উঠাতে পারবেন ।
এর পরেই থাকছে জনপ্রিয় এড নেটওয়ার্ক Yllix.Com Ad Network:
>এরা প্রতি ১০০০ ইউনিক ভিজিটরের জন্য United States $2.35, Italy $1.00, Germany $1.73, UK $1.32, Indonesia $0.94, India $1.05, Poland $0.50, Russia $1.01 etc. কিছু বের করতে পারলাম তাই দিলাম তবে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্থানি ভিজিটরদের জন্য কম ডলার পে করে থাকে ।
>আপনি সর্বনিম্ন ১ ডলার উঠাতে পারবেন ।
>আপনি Payza, Paypal, Bank Wire, Skrill, eZ Cash (SriLanka) এর মাধ্যমে টাকা উঠাতে পারবেন ।
***পেমেন্ট নিয়ে অনেকেরই সমস্যা হয়, তাদেরকে আমি বলব Payza খুলতে কারন Payza বাংলাদেশে পেমেন্ট দেয় Bkash, DBBL mBanking এবং যেকোনো Bank এর মাধ্যমে, যাদের Payza অ্যাকাউন্ট নেই তারাএখানে দেখুন

সর্বশেষে আছে, মোবাইল সাইট ব্যাবহার’কারীদের জন্য একটি বিশ্বস্ত এড নেটওয়ার্ক (Adgoi):
>প্রতি 40 ক্লিকে (CPC, CPM, CPI, CPA, CPL, CPS Based) এরা প্রায় ১ ডলার করে দিয়ে থাকে। Wap4dollar থেকেও অনেক বেশি পে করে থাকে।
>WAPKA, HTML, Blogger, PHP সাইট সাপোর্ট করবে। ডাউনলোড সাইট থাকলে সবচেয়ে বেশি আয় করতে পারবেন। Adult সাইট ও সাপোর্ট করে।
>সবচেয়ে জনপ্রিয় এড কোড হচ্ছে- Banner ad code. জনপ্রিয় সাইট FusionBD.com, এই সাইটের এড ব্যাবহার করে থাকে।
>আপনি PayPal, Payza, Skrill, Wire Transfer (India Only) থেকে টাকা উঠাতে পারবেন। সর্বনিম্ন ৩০$ ডলার হলে উঠাতে পারবেন । ইন্ডিয়ান’রা 10$ হলেই উঠাতে পারবে।
Post a Comment
2 comments
nic
বাংলাদেশীদের জন্য সেরা তিনটি এড নেটওয়ার্ক, এবার আপনার ওয়েবসাইট থেকে আয় হবেই - Trick Bc >>>>> Download Now
>>>>> Download Full
বাংলাদেশীদের জন্য সেরা তিনটি এড নেটওয়ার্ক, এবার আপনার ওয়েবসাইট থেকে আয় হবেই - Trick Bc >>>>> Download LINK
>>>>> Download Now
বাংলাদেশীদের জন্য সেরা তিনটি এড নেটওয়ার্ক, এবার আপনার ওয়েবসাইট থেকে আয় হবেই - Trick Bc >>>>> Download Full
>>>>> Download LINK CU
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.