Feature Label 3

0

আজ আপনাদের দেখাবো কিভাবে ইউটিউব থেকে ফ্রী ভিডিও নিয়ে কাজ করবেন।এতে আপনাকে কোনো রকম কোনো সমস্যাতে পড়তে হবে না।তো চলুন কাজের কথায় যাই।কিন্তু তার আগে আপনি ঠিক করুন আপনি কি ভিডিও নিয়ে কাজ করবেন।আপনি যে ভিডিও নিয়ে কাজ করতে চান তার জনপ্রিয়তা যাচাই করে দেখা প্রয়োজন।ইনশাল্লাহ এটা নিয়ে পরবর্তীতে একটা টিউন লিখব।

প্রথমে ইউটিউবে প্রবেশ করুন।তারপর আপনি যেই ভিডিও লিখে কাজ করতে চান তা লিখে সার্চ দিন।
যেমন আমি এখানে funny লিখে সার্চ দিয়েছি।
এরপর চিত্রের মার্ক করা স্থানের মত ফিল্টারে ক্লিক করুন।
এরপর চিত্রের মত creative commons এ ক্লিক করুন।এরপর এখানে যত ভিডিও আসবে সব আপনার জন্য উন্মুক্ত।আপনি এখানের যে কোনো ভিডিও এর ইনট্রো আর লোগো পরিবর্তন করে আপনার চ্যানেলে আপলোড দিতে পারেন।কোনো কপি রাইট নেই,কোনো স্টাইক ও ধরবে না।এখন আসুন আমার কথার প্রমাণ দেই।আপনি যেকোনো একটি ভিডিও ওপেন করুন,তারপর ডেসক্রিবশন বক্সে যান।
চিত্রের চিহ্নিত স্থানের মত Creative Commons Attribution licence (reuse allowed) এই লেখাটি থাকবে।আর এই লেখাটির বাংলা অনুবাদ আপনি বুঝেই গেছেন।না বুঝলেও গুগুল ট্রান্সলেট এ যেয়ে দেখুন।তাহলে আর কোনো সন্দেহ রইল না।এখন আপনি কাজ শুরু করতে পারেন।যে কোনো ধরণের ভিডিও সার্চ দিয়ে আপনি তার মধ্য দিয়ে ফ্রী ভিডিও খুজে পাবেন এভাবে।আর টিউনটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন।ইনশাল্লাহ সামনে আরও ভাল কিছু নিজে হাজির হব।
সৌজন্যেঃ ForceTunes

Post a Comment

Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.