Feature Label 3

0
জানি টাকার পরিমানটা একটু কম হবে তবুও আপনার ইন্টারনেট বিলটাতো অন্তত উঠবে? আমি আপনাদের যেই ট্রিক দিতে যাচ্ছি তা নিম্নোক্ত সাইটগুলোর জন্য প্রযোজ্য :
  • Bux.to
  • 07Bux.net
  • MiFriend.com
  • DingoBux.com
  • FameBux.com
  • RocashBux.info
  • SmithBux.com
  • BeanyBux.com
বলাবাহুল্য: আমি ইতিমধ্যে Bux.to থেকে টাকা পেয়েছি(২ মাস সময় দিয়ে ৫০ ডলার এলার্টপে তে পেআউট করেছি)। বাক্স ডট টিও টাকা শিউরলী দেয় কিনা তা জানার জন্য আমার মনে হয় না আমি যে পেমেন্ট পেয়েছি তা দেখাতে হবে আপনারা গুগল এ সার্চ করে যেকোনো ফোরাম থেকে দেখে নিতে পারেন। বাকি সাইটগুলো টাকা দেয় কিনা তার আমি শিউরিটি দিতে পারছি না কারন ওগুলাতে আমি ট্রাই করি নাই।
যাহোক আসল কাজে চলে আসা যাক। প্রথম কথা হচ্ছে আপনাকে মজিলা ফায়ারফক্স ব্যবহার করতে হবে নতুন ভার্সন হলে সবচেয়ে ভাল। এবার Tools থেকে Ad-ons এ ক্লিক করুন
এবার সার্চ এর জায়গায় grease লিখে এন্টার চাপুন।
এবার নিচের ছবির মত করে ইন্সটল করে ফেলুন।
এবার ফায়ারফক্স রিস্টার্ট করলেই নিচের ছবির মত আসবে।
কাজ প্রায় শেষ এখন শুধুমাত্র ছোট্ট একটা স্ক্রিপ্ট ইন্সটল করতে হবে। এই লিংকটি ক্লিক করুন এবং নিচের ছবির মত করে ইন্সটল করে ফেলুন।
কাজ খতম! এবার আসুন দেখি কাজ করে কিনা। এখানে ক্লিক করে সবার আগে রেজিষ্টার করে নিন। আপনি আমার রেফারাল না হতে চাইলে আপনার রেফারাল বক্স খালি রাখতে পারেন কিন্তু জেনে রাখুন আপনি আমার রেফারাল না হলেও কোনো প্রমিয়াম একাউন্ট হোল্ডারের অটোমেটিক রেফারাল হয়ে যাবেন।মুলত তারা আপনার একাউন্টটা মূল্যের বিনিময়ে অন্যের কাছে রেফারাল হিসেবে বিক্রি করে দেয়। এখন আপনি চাইলে আমার রেফারাল থাকতে পারেন নতুবা অন্যের কাথে বিক্রিকৃত হতে পারেন। আমার রেফারাল আইডি santa7
রেজিষ্টার করার পর আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
এবার Surf Ads এ ক্লিক করলেই দেখবেন কাজ শুরু করে দিয়েছে। দেখবেন প্রায় ৬ মনিটের মধ্যে অটো সব এড ক্লিক করা হয়ে গেছে। এই সম্পূর্ন প্রসেস এ খুবই কম ইন্টারনেট ব্যবহার হয়। তাই আপনি এই কাজ চলা কালীন সাধারন ভাবে ব্রাউজিং বা ডাউনলোডিং চালিয়ে গেতে পারেন। না বুঝার সম্ভবনায় নিচের ছবির সাহায্যেও দেখিয়ে দেয়া হল।
জানি না কি ধরনের কমেন্ট পাব। তবে টিউনটি লিখতে কিন্তু আমার প্রচুর সময় লেগেছে এবং বড় কথা দারুন কষ্টও হয়েছে। তাই দয়া করে আজে বাজে কমেন্ট করার আগে একবার অন্তত ভাববেন আমার কষ্টের কথা। বাক্স ডট টিও সাইট থেকে আমি টাকা পেয়েছি তবে জানিয়ে রাখা ভাল মিনিমাম উইডথড্রউল এ পৌছাতে প্রায় ২ মাস লেগে যায়। প্রতিদিন প্রায় ৬ মিনিট করে দিতে কিন্তু বেশি একটা গায়ে লাগে না। কথা হল সব ভাল তার শেষ ভাল যার। ২ মাস পরে যখন ৫০ ডলার=৩৫০০ টাকা হাতে পাবেন তখন আমার মত সব কষ্টও ভুলে যাবেন। আমি বর্তমানে এই টাকা দিয়েই নেটের বিল উঠানোর প্লান নিছি। ৩৫০০ টাকা দিয়ে বাংলাদেশে অন্তত সাড়ে তিন মাস ব্রডব্যান্ড চালানো যাবে কি বলেন?
জেনে রাখুন আমি বাকি সাইটগুলো এখনো ব্যবহার করি নাই শুধুমাত্র বাক্স ডট টিও ব্যবহার করেছি তাই ঐটারই নিয়ম কানুন দেখালাম। বাক্স সাইট থেকে টাকা পাওয়া যায় এই গ্যারান্টি ১০০০০০০০০০০% না পাইলে আমারে যা ইচ্ছা কইরেন হাত দিয়া না পারলে মুখ দিয়া আর মুখ দিয়া না পারলে হাতে টাইপ কইরা হইলেও জুতা পিটা করতে ভুলবেন না।

Post a Comment

Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.

Emoticon
like dislike :) ;(( :-) ;-( :d :o :>) (o) [-( :-? (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.