Feature Label 3

0
অনেক সময় আমাদের অতি প্রিয় ফেসবুক আইডিটি অনাকাঙ্খিত ভাবেই হ্যাক হয়ে যায়। যার ফলে আমরা নানা রকম সমস্যার মুখোমুখি হয়ে থাকি এবং অতি সাধের আইডিটি ফিরে পাবার জন্য অনেক চেষ্টা করে থাকি। কিন্তু অধিকাংশ সময়েই আমরা সফল হইনা আর সেই আইডিটি ও ফিরে পাইনা। তাই আজ আমি আপনাদের সাথে জানাবো কিভাবে খুব সহজেই আপনি আপনার হ্যাক হওয়া ফেসবুক একাউন্ট ফিরে পাবেন। হ্যাক হওয়া ফেসবুক একাউন্ট ফিরে পাবার অনেক পদ্ধুতি থাকলেও আমার মতে এই পদ্ধুতিটিই খুব সহজ এবং অনেক বেশী কার্যকর।
নিচের পদ্ধুতি অবলম্বন করলে ইনশাল্লাহ আপনি আপনার হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরিয়ে আনতে পারবেন।
১. প্রথমে এখানে ক্লিক করুন লিখে Enter চাপুন ।
২. এবার My Accounts Compromised এ ক্লিক করুন ।
৩. এখন Identify Your Account অংশ হতে আপনার ফেসবুক আইডিটি সিলেক্ট করুন, অর্থাৎ Email or phone number কিংবা Facebook username অথবা your name and a friend’s name অপশনে প্রয়োজনীয় ডাটা দিয়ে খোঁজ করুন ।
৪. Security Check অপশন আসলে সেখানে ক্যাপচা এন্ট্রি করুন ।
৫. This is My Account এ ক্লিককরুন ।
এখানেই কাজ শেষ। আশা করি আপনি আপনার হ্যাক হওয়া ফেসবুক আইডিটি ফিরে পাবেন।

Post a Comment

Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.

Emoticon
like dislike :) ;(( :-) ;-( :d :o :>) (o) [-( :-? (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.