Feature Label 3

0

ফাইল শেয়ারিং ইন্টারনেটের জনপ্রিয় একটি ব্যবস্থা। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সফটঅয়্যার, গেম, ভিডিও, অডিও থেকে শুরু করে সব ধরনের ফাইল আদান-প্রদান করছে। যে সাইটগুলি এই কাজ পরিচালনা করে তারাও নিজেরা অর্থ বানাচ্ছে বিজ্ঞাপন সহ অন্যান্য পদ্ধতিতে। ধরে নিতে পারেন এটা তারই অংশ। যে সাইটে বেশি ডাউনলোডের জিনিষপত্র থাকে সেখানে ভিজিটর বেশি, কাজেই তারা একাজে কিছু অর্থ ব্যয় করে থাকে।বিনামুল্যে এই সেবা দেয় এমন অনেক সাইট আছে। এধরনের একটি সাইট Anafile  ।এখানে <<<  http://www.anafile.com/free28655.html >> 

  গিয়ে রেজিষ্টার করুন। ফাইল আপলোড করুন। এবং আপনার আপলোডকৃত ফাইল গুলো যে কেউ ডাউনলোড করলে সাথে সাথে আপনার আয় আসতে শুরু করবে।

কিছু নিয়ম অবশ্যই রয়েছে। সেই নিয়ম গুলো দেখে আসিঃ-
  1. অর্থ উপার্জন করার জন্য অবশ্যই লগ ইন করে ফাইল আপলোড করতে হবে।
  2. কপিরাইট আইন ভঙ্গ করবেন না।
  3. অযোগ্য ফাইল আপলোড করার চেষ্টা করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্ট যে কোন সময়ে (banned)/ নিষিদ্ধ করে দিবে।
  4. পনোর্গ্রাফি আপলোড করবেন না।
  5. অটো ডাউনলোড লিংক এবং কোন স্প্যাম পদ্ধতি নির্মাণ করবেন না।
  6. যে কোন দেশ হিসাবে ডাউনলোড কৃত ফাইলের সাইজ অনুযায়ী আপনি অর্থ পাবেন।
  7. যে কোন একটি ফাইল ১০০% ডাউনলোড না হলে, আপনি কোন অর্থ পাবেন না।
  8. আপনার আপলোড কৃত ফাইল থেকে পেমেন্ট পাওয়ার পরে ফাইলটি মুছে দিতে পারবেন না। মুছে দিলে আপনার অ্যাকাউন্ট ব্যান করা হবে।
  9. আপনার আপলোড কৃত ফাইলটি যদি কপি রাইট হয়, তবে ঐ কপিরাইট ফাইলের মালিক রিপোর্ট করলে, আপনার সার্ভার থেকে ফাইলটি স্হায়ীভাবে মুছে ফেলা হবে।
কি কি উপায়ে এই সাইট অর্থ প্রদান করবে? কয়েকটি উপায়ে সাইটটি অর্থ প্রদান করে থাকে। চলুন দেখে আসিঃ-
  1. আপনার আপলোড কৃত ফাইল কেউ ডাউনলোড করলে, সেই ডাউনলোড এর উপর আপনি অর্থ পাবেন।
  2. প্রতি ১০০০ ডাউনলোডের জন্য আপনি ৩ ডলার করে পাবেন।
  3. বিশ্বের সব দেশ থেকে ডাউনলোড করা যাবে।
  4. আপনার আপলোড কৃত ফাইল থেকে, কেউ যদি শুধু মাত্র ১ বাইট ডাউনলোড করে থাকে, তাহলেও আপনি অর্থ পাবেন।
Ana আপনাকে টাকা দেবে প্রতি ডাউনলোডের জন্য ৩০ থেকে ৬০ সেন্ট। যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা  দেশের জন্য ৬০ সেন্ট, ছোট দেশের জন্য কম এই নিয়মে।
তারা টাকা পরিশোধ করবেপেজা, পেপ্যাল ​​এবং ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে। আরও কিছু পদ্ধতি অতি শীঘ্রই যোগ করা হবে। সর্বনিম্ন ২ ডলার হলেই আপনি টাকা তুলতে পারবেন পেজা অথবা পেপাল এর মাধ্যমে। এবং ১০০ ডলার হলে ওয়েস্টার্ন ইউনিয়ন এর মাধ্যমে তুলতে পারবেন সেক্ষেত্রে ১০ ডলার ফী হিসাবে কেটে নিবে। যদি এই পদ্ধতি সফল হয়, দ্রুতগতির কানেকশনসহ ডেডিকেটেড সার্ভার ভাড়া করে আয় করতে পারেন আরো অনেক বেশি।
পেমেন্ট প্রুফ ঃ-


Post a Comment

Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.